ফরিদপুরে বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালন

ফরিদপুরে বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালন
নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এই উপলক্ষে সকাল ৮টায় শহরের অম্বিকা ময়দানে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
পরে সকল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শহীদ শেখ কামালের জীবন ও কর্ম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বৃক্ষরোপন ও যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করা নারী পুরুষদের মাঝে নানা ধরনের বৃক্ষ বিতরণ করা হয়।
এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগ শিশু কিশোরদের বঙ্গবন্ধু , শেখ কামাল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্ষুদে শিল্পীদের রং তুলির ছবি প্রদর্শন করা হয়।
এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, ঝর্না হাসান প্রমুখ।
সকালে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, তার পরিবার ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।
পাঠকের মন্তব্য