ফুলপুরে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

ফুলপুরে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত
ময়মনসিংহের ফুলপুরে উপজেলায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ঠাকুরবাখাই ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাঠকের মন্তব্য