ভূরুঙ্গামারীতে শেখ কামালের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন
ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশনের সৌজন্যে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৫ আগাস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। ৫ আগস্ট ১৯৪৯ সালে টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহন করা শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা আওয়ামিলীগের সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আরো অনেকেই এবং ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম আপেল, দপ্তর সম্পাদক জাহিদ হাসান নিলয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ খবিরুল ইসলাম স্বপন এবং বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ।
পাঠকের মন্তব্য