কুমারখালীতে জোরপূর্বক জমি দখল করে স্থাপনা নির্মাণ

জোরপূর্বক জমি দখল করে স্থাপনা নির্মাণ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন পরিষদের কেশবপুর মৌজার আর এস রেকর্ড ৬৮৮ নং খতিয়ানের আর এস ২৫২ ও ২৪৭ নং দাগে ০.৩৩৫৭ একর জমি রেকর্ডীয় মালিক তফেজান নেছার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে ভোগ দখল করা সত্বেও।
মোঃ রেজাউল ইসলাম অপর রেকর্ডীয় মালিক মজিবর রহমানের ওয়ারিশগণ তফসিলভুক্ত সমস্ত সম্পত্তি অন্যত্র হস্তান্তর / বিক্রয় করছে। বর্তমানে মূল রেকর্ডের বিবাদী পক্ষের কোনো সম্পত্তি না থাকলেও সন্দেহজনক দলিলের মাধ্যমে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি নিকট ৫০৮/৯-১/২০১৯-২০২০ নং নামপত্তন কেসে নাম খারিজ করেছেন।
জমি কমে যাওয়ার সত্বেও ছায়াপাত ঘটেছে মর্মে।সম্পত্তির রেকর্ডীয় মালিক তফেজান নেছার ওয়ারিশগণ খারিজ নং এর বিরুদ্ধে ৫০৮/৯-১/২০১৯-২০২০ নামপত্তন কেস টি বাতিল চেয়ে আবেদন করেন।যদুবয়রা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক দলিলকিত ২২/০৮/২০২১ তারিখে ৭৫ (যুক্ত) নং স্মারক পত্রের অভিযুক্ত নামপত্তন জমা খারিজ কেসটি যথাযথ বাটিক হয়নি মর্মে ৫০৮/৯-১/২০১৯-২০২০ নং নামপত্তন জমা খারিজ কেসটি বাতিলের মতামতসহ সহকারী কমিশনার ভূমি নিকট রেকর্ড প্রতিবেদনটি দাখিল করেন মোঃ আকলম হোসেন গং। তফসিলভুক্ত সম্পত্তিতে সরকারি কোন স্বার্থ জড়িত নয় মর্মে সংশ্লিষ্ট যদুবয়রা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন দাখিল করেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে।
বাদী ও বিবাদী বক্তব্য ও সংশ্লিষ্ট কাগজপত্র এবং সংশ্লিষ্ট যদুবয়রা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দলিল কিত প্রতিবেদনে দৃষ্টি দেখা যায় যে -৫০৮/৯-১/২০১৯-২০২০ নামজারি মামলাটি বাতিল করা হলো। বাতিলকৃত জমিমূল খতিয়ান অন্তর্ভুক্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকার পরেও জমি দখল পাচ্ছেনা তফেজানের ওয়ারিশগণ।
পাঠকের মন্তব্য