রাণীশংকৈলে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

রাণীশংকৈলে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

রাণীশংকৈলে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পূজা উদযাপন পরিষদ আয়োজিত জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

উপজেলার পশ্চিম কলেজ পাড়া মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত রায়ের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক  ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ  সইদুল হক, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সোহেল রানা, প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দ, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অমল কুমার রায়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ কমলাকান্ত, সাবেক প্রধান শিক্ষক গগনেন্দ্রনাথ বর্ম্মণ, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক প্রশান্ত কুমার বসাক, রাতোর ইউনিয়নের চেয়ারম্যান শরৎচন্দ্র রায়, অনিল চন্দ্র বর্মণ, অমল বসাক প্রমূখ । 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনাব সাধন বসাক ।

পাঠকের মন্তব্য