বালিতে জি২০ সম্মেলনে যাচ্ছেন জিনপিং-ভ্লাদিমির পুতিন

বালিতে জি২০ সম্মেলনে যাচ্ছেন জিনপিং-ভ্লাদিমির পুতিন

বালিতে জি২০ সম্মেলনে যাচ্ছেন জিনপিং-ভ্লাদিমির পুতিন

ইন্দোনেশিয়ার বালিতে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হচ্ছে জি২০ সম্মেলন। ওই সম্মেলনে হাজির হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।

শুক্রবার (১৯ আগস্ট) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি ও আল জাজিরার।

ইউক্রেনে রাশিয়ার হামলার জের ধরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব এবং পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার মধ্যে জল্পনা দেখা দিয়েছিল যে, হয়তো ওই সম্মেলনে উপস্থিত থাকবেন না রুশ প্রেসিডেন্ট পুতিন। মস্কোই এমন ইঙ্গিত দিয়েছিল।

তবে শেষ পর্যন্ত পুতিন, বাইডেন বা জিনপিংসহ বিশ্বনেতাদের উপস্থিতি নিশ্চিতে সফল হলেন উইদোদো।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আসছেন। রুশ প্রেসিডেন্ট পুতিনও আসবেন বলে আমাকে নিশ্চিত করেছেন। সম্মেলনে তারা বাইডেনের মুখোমুখি হলেও পাশাপাশি কোনো দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন কিনা তা, নিশ্চিত হওয়া যায়নি।

তবে সূত্র জানিয়েছে, শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। সেটি সম্মেলনের আগে বা সম্মেলন চলাকালীন কোনো সাইডলাইন বৈঠক হতে পারে।

সম্প্রতি তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে এমনিতেই বাণিজ্য ও মানবাধিকার ইস্যুতে টানাপোড়েন চলছিল। এরমধ্যে এ মাসের শুরুতে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন। এ নিয়ে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছে। বাইডেন-জিনপিং বৈঠকে এসব বিষয়ে আলোচনা উঠতে পারে। জোকো উইদোদো বলেন, বড় বড় দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব বাস্তবিক অর্থেই উদ্বেগের। আমরা চাই স্থিতিশীল, শান্তিপূর্ণ অঞ্চল, যাতে আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি।

পাঠকের মন্তব্য