জুনাইদ কবির এর কবিতা : 'অন্তর অশ্রু'

জুনাইদ কবির এর কবিতা : 'অন্তর অশ্রু'
অন্তর অশ্রু
জুনাইদ কবির
আমি চাই তুমি সব সময় সুখে থাকো
কষ্ট যেন তোমাকে স্পর্শ না করে,
আমি জানি; না পাওয়ার কি বেদনা
সেটা আমি অনুভব করতে পারি।
আমি জানি একাকিত্বের যন্ত্রনা
আমি জানি অন্তর অশ্রু কতটা বেদনা দেয়,
ভেজা নয়নে কিভাবে হাসতে হয়
আমি কষ্টকে আপন করে নিয়েছি।
তুমি পারবেনা সহ্য করতে
আমার মত করে !
তাই তুমিই সুখে থেকো
তোমার কষ্টগুলো আমাকে দিয়ে।
তোমার দেয়া কষ্ট নিয়ে
কাটিয়ে দেব সারাটি জীবন
সবশেষে একটাই চাওয়া
শুধু তুমি ভালো থেকো।
পাঠকের মন্তব্য