নগদের কাস্টমারদের সাবধান করলেন ব্যারিস্টার সুমন 

ব্যারিস্টার সাঈদুল হক সুমন

ব্যারিস্টার সাঈদুল হক সুমন

নগদ বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা যা একটি অর্থ আদান-প্রদানের পরিষেবা। এটি থ্রার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত। 

এটি বাংলাদেশ ডাক বিভাগের পূর্বে চালুকৃত পোস্টাল ক্যাশ কার্ড এবং ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ইএমটিএস)-এর নতুন সংস্করণ। নগদ অ্যাকাউন্ট খুলে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে নিজের মোবাইলে অর্থ জমা, উত্তোলন এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থ স্থানান্তর সহ বিভিন্ন বিল পরিশোধ করতে পারেন। নগদ-এর সদর দফতর ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত।

ব্যারিস্টার সাঈদুল হক সুমন তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে লাইভে এসে যা বলেন- নগদের কাস্টমাররা যে কোন দিন বাকীতে পড়ে যেতে পারেন ? সাবধান হওয়ার এখনই সময় !

প্রজন্মকণ্ঠের পাঠকের জন্য সেই ফেসবুক লাইভটি লিঙ্ক শেয়ার করে বিস্তারিত তুলে ধরা হলো- 

পাঠকের মন্তব্য