আবারও উত্তাপ-দ্বন্দ্ব জাপায়; নভেম্বরে কাউন্সিল ডাক

রওশন এরশাদ ও জিএম কাদের। ফাইল ছবি

রওশন এরশাদ ও জিএম কাদের। ফাইল ছবি

আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ডেকেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও দলটির পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। বুধবার (৩১ আগস্ট) রওশন এরশাদের নিজ স্বাক্ষরে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ এতথ্য নিশ্চিত করেছেন।

কাউন্সিল সফল করতে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কো-চেয়ারম্যানদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক হয়েছেন

বিরোধী নেতা বেগম রওশন এরশাদ। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন দলের কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, সালমা ইসলাম। কমিটির সদস্যসচিব করা হয়েছে গোলাম মসীহকে।

নেতাকর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে বিরোধীদলীয় নেতা ও দলটির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদ ও শাহ মোয়াজ্জম হোসেনসহ ত্যাগী নেতাদের ফিরিয়ে এনে নতুন প্রজন্মের সমন্বয়ে নতুন নেতৃত্বে একটি শক্তিশালী জাতীয় পার্টি গঠনের আহ্বান জানিয়েছে।

পাঠকের মন্তব্য