সোহাগের কবিতা : 'আমি ইশ্বর দেখিনি; দেখেছি বাবাকে'  

সোহাগের কবিতা : 'আমি ইশ্বর দেখিনি; দেখেছি বাবাকে'  

সোহাগের কবিতা : 'আমি ইশ্বর দেখিনি; দেখেছি বাবাকে'  

আমি ইশ্বর দেখিনি; দেখেছি বাবাকে 

মোঃ সোহানুর রহমান সোহাগ

আমি ইশ্বর দেখিনি;
তবে হ্যাঁ আমি যাকে দেখেছি।
সে আমার বাবা। 

যাকে আমি দেখেছি;
সে আমার কাছে পাহাড় সমান ছিল। 
যার কাছ থেকে শিখেছি সততা।

যার কাছ থেকে শিখেছি- হেরে না যাওয়া। 
যে মানুষটি আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসতো ! 
সব আবদার পূরণ করেছে।
মানুষটা চোখে দেখা শ্রেষ্ঠ পুরুষ। 

তখন যেটা পুরোপুরি বুঝতে পারিনি; 
আজ বুঝতেছি তাকে ছাড়া আমি কতটা অসহায়। 

আমাদের ছেড়ে সে আজ বহুদূর 
 
আজ খুব বেশি মনে পড়ে;
মনে পড়ে তার সেই দারাজ কন্ঠস্বর। 
আর তার হাসিমুখ।

বাবাকে বলতে চাই-
তোমাকে ভীষণ মনে পড়ে;
তুমি বিনা অজান্তেই চোখের কোণে পানি আসে।
মাঝেমধ্যে আকাশের দিকে তাকিয়ে তোমাকে খুজেঁ যাই বোকার মতো !

রক্তে মিশে থাকা এই মানুষটাকে ভীষণ ইচ্ছে হয় দেখতে;
একবার জড়িয়ে ধরতে। 
আচ্ছা; তোমার সাথে কবে দেখা হবে !

তোমার মতো কেন কেউ হয় না।
রাতের বেলায় তোমার কথা ভাবলে ঘুম আসে না বাবা;
বাবা তুমি যে রক্তে মিশে আছো !

একদিন ওপারে তোমাকে জড়িয়ে ধরব।
ওপারে ভালো থেকো বাবা।

পাঠকের মন্তব্য