ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভিডিও প্রকাশ করলেন মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০১৯ সালের ঈদের ছুটিতে দুবাই বেড়াতে গিয়ে শহরে সবচেয়ে আকর্ষণীয় ভিউ প্লাম আইসল্যান্ডের আকাশে ডাইভ দিয়েছিলেন এই অভিনেত্রী। 

এবার আরেকটি ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন মেহজাবীন। এবার হাঙরের মুখোমুখি হলেন এই তারকা। দুবাইয়ের ‘দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডারওয়াটার জু’তে পানির নিচে গিয়ে সরাসরি হাঙরের মুখোমুখি হন তিনি। 

অবশ্য এ ধরনের অভিজ্ঞতা নেওয়া সহজ কাজ নয়। শুধু টাকা দিলেই হবে না; যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য দিতে হবে বন্ড সই। ভয়ংকর এই অভিজ্ঞতা নিজেই ফেসবুকে বর্ণনা করলেন তিনি। অভিযান শেষ করে এসে উত্তেজনায় কাঁপছিলেন মেহজাবীন। তিনি বলেন, এখানে যখন ট্রেনিং দিচ্ছিল, আমি বলছি ক্যান্সেল।

আমাকে দিয়ে হবে না, আর আমার এমনিতেই ঠাণ্ডা বেশি। আর আমি কাঁপা শুরু করছি। আমার বারবার মাস্কের ভেতর পানি চলে যাচ্ছিল। আমি মনে করেছি আমার দ্বারা হবে না, এটা অন্য রকম অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ আমি ফিরে এসেছি। দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডারওয়াটার জুতে সমুদ্রের তলদেশের অভিজ্ঞতা নেওয়ার ব্যবস্থা রয়েছে। যেখানে মাছ, সামুদ্রিক প্রাণী ছাড়াও রয়েছে ভয়ংকর হাঙর। 

সেই হাঙরের মুখোমুখি হলেন এই তারকা। পুরো অভিযানের ভিডিও প্রকাশও করেছেন মেহজাবীন।

ভিডিও লিঙ্ক এখানে- Mehazabien Chowdhury 

 

পাঠকের মন্তব্য