মোরেলগঞ্জে দুই সরকারি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ক্যাম্পাস

মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ক্যাম্পাস

 বাগেরহাটের মোরেলগঞ্জে দুই সরকারি কর্মকর্তার বদলী উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮ টার মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ক্যাম্পাসে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অ্যাডভৈাকেট মো. আমিরুল আলম মিলন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ'র সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন  উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, বিদায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রোকনুজ্জামান, নবাগত  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবদুল্লাহ আল জাবের, সংবাদিক ফজলুল হক খোকন, এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ। এর আগে বিদায়ী সংবর্ধনা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠকের মন্তব্য