'শ্রেষ্ঠত্বও এখানেই শেষ নয়' বললেন কৃষ্ণা রাণী সরকার

সাফজয়ী ফুটবলার কৃষ্ণা রাণী সরকার

সাফজয়ী ফুটবলার কৃষ্ণা রাণী সরকার

সাফজয়ী ফুটবলার কৃষ্ণা রাণী সরকার তার ফেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন- শ্রেষ্ঠত্বও এখানেই শেষ নয় ! শুভাকাঙ্ক্ষীদের উদ্যেশে বলেন,  আপনাদের ভালোবাসায় আমি এবং আমরা বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস পেয়েছি। 

সাফজয়ী ফুটবলার কৃষ্ণা রাণী সরকারের ফেসবুক স্ট্যাটাসটি প্রজন্মকণ্ঠ পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

নিজেদের মধ্যে অদম্য বিশ্বাস ছিল আমরা ফাইনাল খেলবো। তবে দেশের মানুষের সমর্থন, ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ আমাদের সাফ জয়ের আত্মবিশ্বাসের জোগান দিয়েছে। প্রতিদান হিসেবে দক্ষিণ এশিয়ার সেরা ট্রফিটি বাংলাদেশকে উপহার দিতে পেরেছি। আপনারাও আমাদের সম্মানিত করেছেন, গবির্ত করেছেন। এর কৃতজ্ঞতা অশেষ। 

ছাদখোলা বাসের চেয়েও বড় প্রাপ্তি ছিলেন আপনারা, যারা বাধভাঙ্গা উল্লাসে আমাদের বরণ করে নিয়েছেন, লাল সবুজের পতাকা হাতে রাস্তায় দাড়িঁয়ে আমাদের অপেক্ষায় ছিলেন।

শ্রেষ্ঠত্বও এখানেই শেষ নয় ! আপনাদের ভালোবাসায় আমি এবং আমরা বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস পেয়েছি। আপনারাও বিশ্বাস রাখুন, আমরা আগামীতেও পারবো।  আমরা থেমে যাওয়ার মেয়ে নয়, যদি তাই হতো সমাজের প্রথম প্রতিবন্ধকতাতেই থেমে যেতাম। যদি তাই হতো, পারিবারিক অস্বচ্ছলতা থামিয়ে দিতো। দিন শেষে মনের সাথে যুদ্ধ করে আমরা এগিয়ে গিয়েছি। এখনও কতটা সামাজিক বৈষ্যম্যের বেড়াজালে বন্দি প্রত্যান্ত গ্রামের সাফ জয়ী মেয়েরা, সেটা হয়ত বলার অপেক্ষা রাখে না, আমিও এর বাইরে নয়।

আমরা অতীতের গ্লানি ভুলে এগিয়ে যেতে চাই, অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে আরও বহুদূর যেতে চাই। আমরা আপনাদের বোন, আপনাদেরই মেয়ে। আশা করি সামনের দিনগুলোতে আরও বেশি সাহস দিবেন, অনুপ্রাণিত করবেন। 

"কবি সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতার লাইনগুলো যেন বাস্তবতা, সংহত কঠিন ঝড়ে দৃঢ়প্রাণ প্রত্যেক শিকড়; শাখায় শাখায় বাঁধা, প্রত্যাহত হবে জানি ঝড়।"

আমরা আপনাদের প্রেরণায় এগিয়ে যেতে চাই, বিশ্বমঞ্চে দেশকে এগিয়ে নিতে এভাবেই পাশে থাকুন, পাশে রাখুন। দেখা হবে আরও বিজয়ে।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক- Krishna Rani Sarkar

পাঠকের মন্তব্য