র‍্যাবের ডিজি হলেন আইজি এম খুরশীদ হোসেন । প্রজন্মকণ্ঠ  

পুলিশের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন

পুলিশের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন। 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন র‌্যাব প্রধানের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

খুরশীদ হোসেন আবদুল্লাহ আল-মামুনের স্থলাভিষিক্ত হবেন। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি দায়িত্ব নেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশীদের জন্ম ১৯৬৪ সালে গোপালগঞ্জের কাশিয়ানীতে। 

পাঠকের মন্তব্য