জিরোপয়েন্টে বঙ্গবন্ধু'র ম্যুরালের ঢালাই কাজের উদ্বোধন

জিরোপয়েন্টে বঙ্গবন্ধু'র ম্যুরালের ঢালাই কাজের উদ্বোধন

জিরোপয়েন্টে বঙ্গবন্ধু'র ম্যুরালের ঢালাই কাজের উদ্বোধন

পাইকগাছায় মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)'র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু'র উদ্যোগ ও সার্বিক সহযোগীতায় পাইকগাছা পৌরসভা সদরস্থ সরল জিরোপয়েন্টে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। 

ম্যুরাল নির্মাণের কাজ চলছে, এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালের ফ্লোরের ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ আকরামুল ইসলাম, লতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গৌতম রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি সবুর খান সহ স্থানীয় জনগণ ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত বক্তারা বলেন, পাইকগাছা পৌরসভাধীন জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরালের মাধ্যমে জনসাধারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানতে পারবে। 

এ বিষয়ে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ম্যুরাল রয়েছে। কিন্তু আমার নির্বাচনী এলাকা কয়রা-পাইকগাছায় ইতিপূর্বে কোন ম্যুরাল ছিল না। আজকে বঙ্গবন্ধুর ম্যুরালের ফ্লোরের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে এবং অচিরেই এ ম্যুরালের নির্মাণকাজ শেষ করা হবে।

পাঠকের মন্তব্য