বীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে সুজন পাল গ্রেফতার

গ্রেফতারকৃত সেই শিক্ষার্থীর নাম সুজন পাল
দিনাজপুর জেলা প্রতিনিধি, এস কে সুজন মিয়া : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে বীরগঞ্জে তার নিজ বাড়ি থেকে রংপুর থেকে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে তাজহাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত সেই শিক্ষার্থীর নাম সুজন পাল। সে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বৈইরাগী বাজারের স্হায়ী বাসিন্দা। সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সে হিন্দু ধর্মাবলম্বি। ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে বিতর্কিত ও বাজে মন্তব্য করার আভিযোগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, ওই শিক্ষার্থী ফেসবুকে ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য পোস্ট করেন। এরপর সমালোচনা শুরু হয়। ভোরে বীরগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে এখনও কোনও মামলা হয়নি। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাঠকের মন্তব্য