রাসুল (সা.) এর শানে মাহবুবা মাসুমা অনু’র ৫টি কবিতা

মাহবুবা মাসুমা অনু’র ৫টি কবিতা
রাসুল (সা.) এর শানে মাহবুবা মাসুমা অনু’র ৫টি কবিতা
(১)
রাহমাতুল্লিল আলামিন
প্রভুর সেরা সৃষ্টি তুমি
রাহমাতুল্লিল আলামিন,
কুল জাহানের রহমত তুমি
সাইয়েদুল মুরসালীন।
তোমায় পেয়ে ধন্য ভুবন
আকাশ বাতাস চন্দ্র তারা,
খুশিতে দোলে ফুল পাপিয়া
জ্বিন ইনসান আত্মহারা।
গাছে গাছে ফুটলো যে ফুল
জুটলো ভ্রমর বুলবুলি,
ইয়া মুহাম্মদ মারহাবা
গাইলো সবাই সুর তুলি।
তোমায় পেয়ে ছুটলো নদী
উঠলো বুকে খুশির ঢেউ,
রবি শশি ছড়ালো হাসি
বাদ গেলোনা সেদিন কেউ।
শূন্য বৃক্ষ তরু লতায়
উঠলো ফুটে ফুল কলি,
ভূবানটাকে নতুনরুপে
সাজিয়ে দিল রং তুলি।
তোমায় পেয়ে ভাঙ্গল সবার
অনেক দিনের সকল ভুল,
ধন্য হলো দ্বীন দুনিয়া
ধন্য সকল মানবকুল।
#
(২)
তোমাকে খুঁজেছি
তোমাকে খুঁজে ছিলাম
পাখিদের কলতানে,
খুঁজেছিলাম তোমাকে
ভ্রমরের গুনগুন গুঞ্জনে।
খুঁজেছিলাম তোমায়
পাহাড়ের ঝর্না ধারায়,
দুর আকাশের হাজারও তারায়।
হে নবী তোমাকে খুঁজেছি
সুবাসিত গোলাপ কলির মাঝে,
সকাল বিকাল আর নিরব সাঁঝে।
তোমাকে খুঁজেছি সারাক্ষণ
আজানের সুমধুর তানে,
সাগরের উপছেপড়া বানে।
এসবের মাঝে খুঁজে তোমায়
পাইনি আাজও বাস্তবে,
তোমাকে পেয়েছি খুঁজে
হদয়ের গভীর আনুভবে।
#
(৩)
ধন্য মানব কুল
রাসুল যেন মরুর বুকে
শুভ্র সজীব ফুল,
সেই রাসুলের পরশ পেয়ে
ধন্য মানবকূল।
রাসুল যেন আধার রাতে
আলোকিত চাঁদ,
তার উছিলায় জানল সবে
কোনটি সঠিক পথ।
#
(৪)
মহান নেতা
রাসুল (সা.) হলেন মহান নেতা
মানব জাতীর গৌরব,
বিশ^ মাঝে ছড়িয়ে আছে
যার আদর্শেও স্যেরভ।
রাসুল (সা.) হলেন আলোর শিখা
আঁধার রাতের বাতি,
তার উছিলায় দূও হলো আজ
নিকষ তিমির রাতি।
রাসুল (সা.) হলেন পথের দিশা
খোদার সৃষ্টির শ্রেষ্ঠ,
তাঁর দেখাতে পথ পেয়েছে
হাজারো পথ ভ্রষ্ট।
#
(৫)
তোমাকে যেন পাই
আমার প্রান প্রিয়
হে আদর্শ নবী,
তোমাকে স্বরে যেন
জীবন গড়তে পারি।
সৌরভে তুমি অনুভবে তুমি
তুমি আছ তাই
ইহ জগতে পর জগতে
তোমাকে যেন পাই।
তুমি আছ হয় জুড়ে
হবেনা তো কভু পর,
এমনিভাবে তোমায় যেন
পাই জীবন ভর।
#
পাঠকের মন্তব্য