একলাফে নারী ফুটবলে সাত ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ  

FIFA's latest published rankings

FIFA's latest published rankings

সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা ঘরে তুলেছে সাবিনা-সানজিদারা। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছে তারা। এক হাজার ৫৪ দশমিক ৫৫ পয়েন্ট নিয়ে ১৪৭তম স্থান থেকে একলাফে ১৪০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে এ তথ্য জানা যায়।

এদিকে সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে সেমিফাইনালে নেপালের বিপক্ষে হেরে র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে ভারতীয় মেয়েদের। তিন ধাপ পিছিয়ে ৬১তম স্থানে নেমে গেছে দলটি। ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যাওয়া নেপালও পিছিয়েছে এক ধাপ। রয়েছে ১০৩ নম্বরে।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে ৩-০ ব্যবধানের বড় জয়ে শুরুটা করে বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দেয় ৬-০ গোলে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করে সাবিনা খাতুনের দল। 

সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনাল ম্যাচে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মেয়েরা।

 

পাঠকের মন্তব্য