ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের ১০ জেলায় নিহত ১৮

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের ১০ জেলায় নিহত ১৮

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের ১০ জেলায় নিহত ১৮

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নৌকাডুবি, দেয়াল চাপা ও গাছ উপড়ে ১০ জেলায় ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভোলায় চার জন, কুমিল্লার নাঙ্গলকোটে একই পরিবারের তিন জন, গোপালগঞ্জে দুইজন, বরিশালে দুই জন, সিরাজগঞ্জে দুই জন এবং শরীয়তপুর, খুলনা, বরগুনা, নড়াইল ও ঢাকায় একজন করে রয়েছেন।

গতকাল (সোমবার) দিনব্যাপী বৃষ্টি এবং সন্ধ্যার পর ঝড়ো হাওয়া বয়ে যায়। আজ (মঙ্গলবার) সকাল পর্যন্ত পাওয়া খবর থেকে ওই তথ্য জানা গেছে।

ভোলা : ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সদর, লালমোহন, চরফ্যাশন ও দৌলতখান উপজেলায় চারজন নিহত হয়েছেন। সোমবার রাতে তিনজন ও মঙ্গলবার ভোরের দিকে একজন নিহত হয়েছেন।

ভোলা সদর থানার ইউএনও মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, সদর উপজেলায় একটি গাছ ভেঙে বসতঘরের ওপরে পড়লে সেখানে মফিজুল ইসলাম নামে একজন চাপা পড়ে মারা হন। আর রাবেয়া বেগম নামের এক নারী লালমোহনের জোয়ারের পানিতে ডুবে নিহত হন। দৌলতখানেও ঘরের ওপর গাছ পড়ে চাপায় নিহত হন খাতিদা বেগম নামের এক নারী। এছাড়া চরফ্যাশনের হাজারীগঞ্জে মোটরসাইকেল করে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে পড়ে নিহত হন মনির নামে এক যুবক। 

কুমিল্লা : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেশাখাল এলাকায় গাছ উপড়ে পড়ে স্বামী-স্ত্রী ও তাদের কন্যা নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. নিজাম উদ্দিন (৩০), তার স্ত্রী সাথী আক্তার (২৫) ও মেয়ে লিজা আক্তার (৪)।  

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সদর উপজেলায় যমুনা নদীর ক্যানেলে ঝড়-বৃষ্টির কবলে পড়ে নৌকাডুবিতে মা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহন গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও ছেলে আরাফাত হোসেন (২)।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে গাছ চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ কাহনীয়া ও বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতেরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ কাহনীয়া গ্রামের রেজাউল খার স্ত্রী শারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)। টুঙ্গিপাড়া থানার ওসি আবুল মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল : ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো বাতাসে গাছচাপায় ভোলার চরফ্যাশন উপজেলায় ২ জন মারা গেছেন। মৃতরা হলেন—বিবি খাদিজা (৮০) ও মনির হোসেন (৩০)।

বরগুনা :  বরগুনা সদর উপজেলার বুড়ির চর এলাকায় শতবর্ষী আমেনা বেগমের মৃত্যু হয়। রাত ৮টার দিকে ঝড়ো বাতাসে ঘরের চালের ওপর গাছ পড়লে শতবর্ষী আমেনা বেগম ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির জানিয়েছেন।

খুলনা : গতকাল দুপুর ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে পল্লী সঞ্চয় ব্যাংকের কাছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দমকা বাতাসে ভেঙে যাওয়া গাছের ডালের আঘাতে মর্জিনা বেগম (৩২) নামে নারী মারা যান। তিনি উপজেলার পৌর এলাকার রাজুপুর গ্রামের বাসিন্দা ছিলেন। 

শরীয়তপুর: ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার জাজিরা উপজেলায় সিদারচর গ্রামে গাছের ডাল ভেঙে পড়লে সফিয়া খাতুন (৬৫) মারা যান।

ঢাকা : দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ো বাতাসে রাজধানীর হাজারীবাগ এলাকায় দেয়াল ভেঙে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

নড়াইল: নড়াইলে গাছের ডাল পড়ে মর্জিনা বেগম (৩২) নামে এক গৃহপরিচারিকা নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) সকালে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ওসি মো. নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকের মন্তব্য