জাতীয় পার্টি সংসদে ফেরে অধিবেশন শুরুর আধাঘন্টা পর 

জাপার সংসদে ফেরে অধিবেশন শুরুর আধাঘন্টা পর 

জাপার সংসদে ফেরে অধিবেশন শুরুর আধাঘন্টা পর 

সংসদ উপনেতার পদ ও অব্যাহতি দেয়া জাতীয় পার্টির বিরোধী দলীয় চীফ হুইপ রাঙ্গা ইস্যুটি অমীমাংসিত থাকায় সংসদ অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে জাপার চেয়ারম্যান জি এম কাদের নেতৃত্বাধীন জাপার এমপিরা সংসদে ফেরে।

সোমবার (৩১ অক্টোবর) স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের শুরুতে তারা অনুপস্থিত ছিলেন। মূল ধারার এমপির বাইরে সংসদের বিরোধের দলীয় এমপিদের মধ্যে শুধু অব্যাহতি দেয়া মশিউর রহমান রাঙ্গা একমাত্র উপস্থিত ছিলেন। বিএনপির এমপিরা উপস্থিত আছেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী সংসদে এ সময় উপস্থিত ছিলেন। 
সংসদে ফেরা না ফেরা নিয়ে রবিবার কয়েক দফা বৈঠক করেন জাপার এমপিরা।

সূত্র জানায়, স্পীকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রতীকী বর্জন করে সংসদে ফেরে কাদেরের নেতৃত্বে জাপার এমপিরা।

পাঠকের মন্তব্য