'সাকিবদের ইতিহাস গড়া হলো না' 

'সাকিবদের ইতিহাস গড়া হলো না' 

'সাকিবদের ইতিহাস গড়া হলো না' 

নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। কিন্তু বিতর্কিত আম্পায়ারিংয়ের কবলে পড়ে শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হলো না টাইগারদের।

যার ফলে ইতিহাস গড়া হলো না সাকিবদের। শেষ পর্যন্ত গ্রুপ-২ থেকে সেমিফাইনালে জায়গা করে নিলো পাকিস্তান। আর হেরে গ্রুপে পাঁচ নম্বরে থেকেই বিদায় নিল বাংলাদেশ।

রবিবার (৬ নভেম্বর) অ্যাডিলেড ওভালে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রানের স্কোর গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৮ ওভার ১ বল খেলে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ফলে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার ইতিহাস গড়তে পারলেন না সাকিবরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১২৭/৮ (শান্ত ৫৪, লিটন ১০, সৌম্য ২০, সাকিব ০, আফিফ ২৪*, মোসাদ্দেক ৫, সোহান ০, তাসকিন ১, নাসুম ৭, মুস্তাফিজ ০*; আফ্রিদি ৪-০-২২-৪, নাসিম ৩-০-১৫-০, ওয়াসিম ২-০-১৯-০, রউফ ৪-০-২১-১, শাদাব ৪-০-৩০-২, ইফতিখার ৩-০-১৫-১)

পাকিস্তান : ১৮.১ ওভারে ১২৮/৫ (রিজওয়ান ৩২, বাবর ২৫, নাওয়াজ ৪, হারিস ৩১, মাসুদ ২৪*, ইফতিখার ১, শাদাব ০*; তাসকিন ৩-০-২৬-০, নাসুম ৪-০-১৪-১, সাকিব ৪-০-৩৫-১, মুস্তাফিজ ৪-০-২১-১, ইবাদত ৩.১-০-২৫-১)

পাঠকের মন্তব্য