জিএম কাদেরের ওপর কার্যক্রমে দেয়া নিষেধাজ্ঞা বহাল

জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদেরের রাজনৈতিক ও দলীয় কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত। বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালত এ আদেশ বহাল রাখেন। আদালতে জিএম কাদেরের পক্ষে ছিলেন এডভোকেট মো. কলিমুল্লাহ মজুমদার। 

অপরদিকে জিয়াউল হক মৃধার পক্ষে ছিলেন এডভোকেট মো. গোলাম মাসুদ করিম। পরে তারা বলেন, আদালত বিবাদীর আবেদন না মঞ্জুর করে  জিএম কাদেরের রাজনৈতিক ও দলীয় কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে।

গত ১০ নভেম্বর জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের দলের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবেন না বলে আদেশ দেন আদালত। পরে জিএম কাদেরের আইনজীবী মামলা খারিজের আবেদন করেন।  আজ ওই আবেদনের ওপরে শুনানি হয়। শুনানি শেষে আদালত জিএম কাদেরের রাজনৈতিক ও দলীয় কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা বহাল রাখেন। 

মামলার শুনানি শেষে আদেশের পর এক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মূখপাত্র কাজী মানুনূর রশীদ বলেন, বিচার বিভাগ ও আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমাদের বিশ্বাস জিএম কাদের এর অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ইনশাল্লাহ।

পাঠকের মন্তব্য