লিওনেল মেসির চোখে এবারের ফেভারিট দল ব্রাজিল 

ফুটবলের দেশ খ্যাত ব্রাজিল

ফুটবলের দেশ খ্যাত ব্রাজিল

এবারের কাতার বিশ্বকাপ আসরে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে বিশ্বকাপের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

২০ বছর পেরিয়ে গেল, বিশ্বকাপ জেতার আক্ষেপ মেটানোর সময় এসে গেছে। বিশ্বের সবচেয়ে সফল ফুটবল দলের জন্য এই সময়টা অনেক বেশি দীর্ঘতম। কাতার বিশ্বকাপে দামাম বেজে উঠছে সবখানে। বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র তিন দিন বাকি।  

ফুটবলের দেশ খ্যাত ব্রাজিলের এইতো সময় শিরোপা আরো একবার ঘরে তোলার।

কাতার বিশ্বকাপ জিতলেই ব্রাজিলের জন্য হবে ষষ্ঠতম। ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সেই ৭-১ ব্যবধানের হার, ১৯৫০ বিশ্বকাপে মারাকানায় ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে হয় স্বপ্নভঙ্গ; এসব কিছু চাপিয়ে নতুন লক্ষ্যে কাতার যাত্রা করবে ব্রাজিল। 

তবে কি কাতারের মাটিতে পেলে-রোনালদোদের উত্তরসূরি হতে যাচ্ছেন নেইমার-ভিনিসিয়ুসরা ? সময়ই বলে দেবে এই প্রশ্নের উত্তর।

কোন দল শীর্ষে থেকে কাতারে অংশ নিতে যাচ্ছে, সেই কৌতূহল আছে ভক্তদের মাঝে। গত বুধবার প্রকাশিত হলো ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এক নম্বর দল হিসেবে বিশ্বকাপে খেলবে। এই বছরের মার্চ থেকে এক নম্বরে ব্রাজিল। তারাই শীর্ষে থাকল সবশেষ র‌্যাংকিংয়েও। অদলবদল হয়নি সেরা পাঁচে। 

অপরদিকে বেলজিয়াম দ্বিতীয় স্থানে, আর্জেন্টিনা তিনে থেকে বিশ্বকাপ খেলবে। চারে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, পঞ্চম ইংল্যান্ড। যেখানে আছেন নেইমার-ভিনিসিয়ুস-রদ্রিগো-রাফিনিয়া-আন্তনির মতো ফর্মে থাকা ফরোয়ার্ডরা। একই সঙ্গে অভিজ্ঞ কোচ তিতে তো আছেনই।

 ব্রাজিলের মতো দল সবসময়ই শিরোপার দাবিদার হয়ে থাকে, সেটা বিশ্বকাপ হোক, বা অন্য কোনো ট্রফি হোক। 
 
বিশ্বের ফুটবল প্রেমীরা অকপটে স্বীকার করে যে, ব্রাজিল আর আর্জেন্টিনা এ যেন এক চিরপ্রতিদ্বন্দ্বী। ফুটবলের জাদুকর আর্জেন্টেনিয়ান লিওনেল মেসি ইতোমধ্যেই জানিয়েছেন, কাতারই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। এদিকে এমনটাই ইঙ্গিত দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা নেইমারও।
 
নিজেদের পরবর্তী প্রজন্মের হাতে দায়ভার ছেড়ে দেয়ার আগে দুজনেই জিততে চান একটি বিশ্বকাপ। যদিও এই দৌড়ে নেইমারকে এগিয়ে রাখছেন লিওনেল মেসি। লিওনেল মেসি স্বীকার করেছেন, ব্রাজিল এবারের বিশ্বকাপের ফেভারিট।  

বিশ্বকাপ শুরুর ঠিক আগে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কনমেবলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু ব্রাজিল নয়, এবারের ফেভারিট ফ্রান্স আর ইংল্যান্ডও। তবে আর্জেন্টিনা ফেভারিট, এমনটা মোটেও মানছেন না রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী লিওনেল মেসি। 

মেসি বলেন, যখনই আমরা বিশ্বকাপ জেতার দাবিদারের কথা বলি তখনই কিছু নাম আমাদের মাথায় আসে। বাকিদের তুলনায় আমি ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ডকে এগিয়ে রাখব।’

কে হবে চ্যাম্পিয়ন, কার হবে হার; 
অপেক্ষার প্রহর গুনছে ফুটবল প্রেমীরা- মাঠে বল গড়াবার ! 

পাঠকের মন্তব্য