পটুয়াখালীর দুমকিতে ব্রীফকেসে গাঁজা নিয়ে আটক ২ 

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ

পটুয়াখালীর দুমকির চরগরবদি লঞ্চঘাট থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি সাইফুল ইসলাম ও জহিরুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। 

শুক্রবার (১৮ নভেম্বর) ভোর ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপরোক্ত মাদকসহ ওই দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাজা একটি ট্রলি ব্যাগে করে ঢাকা থেকে বহন করে নিয়ে আসা হয়েছিল।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি একেএম আজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ঢাকা থেকে লঞ্চ যোগে মাদকদ্রব্য নিয়ে সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম দুমকি আসছেন এমন খবর পেয়ে ভোরে চরগরবদি লঞ্চঘাটে অবস্থান নেয় ডিবি পুলিশের এসআই নজরুল ইসলামসহ একটি দল। 

ঢাকা থেকে পটুয়াখালীগামী এম. ভি. কাজল-৭ লঞ্চ ভোরে  চরগরবদি ঘাটে ভিড়লে একটি ট্রলি ব্যাগ নিয়ে নামে ঐদিন মাদক কারবারি। পুলিশ তাদের চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি করে তিনটি গাজার প্যাকেট পায় ভিতরে এবং সেসব জব্দ করে। জিজ্ঞাসাবাদে মাদক কারবারীরা জানান,  তারা ঢাকা থেকে গাঁজা সংগ্রহ করে এলাকায় স্থানীয় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতো।

আটককৃত সাইফুল ইসলাম দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিসা গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে এবং জহিরুল ইসলাম একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ খানের ছেলে। আটককৃত মাদক কারবারি দুজনকে দুমকি থানা পুলিশে হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলা কারাগারে পাঠানো হবে।

পাঠকের মন্তব্য