শালিস বৈঠকে হামলা নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম

শালিস বৈঠকে হামলা নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম

শালিস বৈঠকে হামলা নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শালিস বৈঠক শেষে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  একই পরিবারের ৪ জনকে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার চরহোগলাবুনিয়া গ্রামে। 

গুরুত্বর আহতরা হলেন নাজমুল হাওলাদার নান্না (৪৮), তার স্ত্রী জেসমিন বেগম(৩৫), ছোট ভাই আলী হায়দার চুন্নু (৪৫) ও শাহ-আলম হাওলাদার (৬০)। তদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  
 
হাসপাতালে চিকিৎসাধীন জখমী নান্না হাওলাদার জানান, তাদের সঙ্গে জমি-জমা সক্রান্ত বিরোধ চলে আসছে একই বংশের চাচা পার্শবর্তী ইন্দুর থানার হাবিবুর রহমান হাওলাদারের সঙ্গে। 

এ বিরোধকে কেন্দ্র করে শনিবার একটি শালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষ হাবিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে কামরুল ইসলাম, রেজাউল ইসলাম, আ. লতিফ হাওলাদার, সালাউদ্দিন সুমন, রিয়াজ হাওলাদারসহ ১২/১৪ জনের জনের একটি সশস্ত্র দল চাপাতি, লোহার রড নিয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে এবং পিটিয়ে একই পরিবারের ৪ জনকে গুরুতর জখম করে।  

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ফারহানা আইরিন জলি বলেন, চিকিৎসাধীন ৪ জনের মধ্যে ৩ জনই গুরুত্বর জখম। মাথায় এবং হাতে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

থানা পুলিশ হামলার বিষয়টি জানতে পেরে হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

 

   


পাঠকের মন্তব্য