নন্দীগ্রামে পরিক্ষার্থীকে মারপিট ও হত্যার হুমকি

নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ

নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ

নন্দীগ্রামে পরিক্ষার্থীকে মারপিট ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য জানা গেছে, নাটোরের সিংড়া উপজেলার বেলতা পাচপাকিয়া গ্রামের টুকু প্রামানিকের ছেলে আউয়াল (টনি) হোসেন (২২) এইচএসসি পরিক্ষার্থীকে মারপিট ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

প্রাপ্ত অভিযোগ থেকে জানা যায় যে। একই উপজেলার মানিক চাপর গ্রামের লালু, স্মাইল, বুলু, সবুজ ও এগুনতোলা গ্রামের লুৎফর মাসুম গংদের সাথে দীর্ঘদিন হলে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারি জের ধরে গত (২৪ নভেম্বর) সকাল ১০ টায় নন্দীগ্রাম উপজেলার মনসুর হোসেন ডিগ্রী কলেজে আউয়াল (টনি) হোসেন এইচএসসি পরিক্ষা দেওয়ার জন্য গেলে লালু, ভুলু, ইসমাইল, সবুজ, লুৎফর, মাসুম সহ ৬/৭ জন মারার জন্য আউয়াল (টনি) হোসেনকে ধাওয়া করলে আউয়াল (টনি) হোসেন প্রাণের ভয়ে কলেজ রুমে দৌরিয়ে প্রবেশ করে। 

এসময় টনির সাথে থাকা সহপাঠীগন টনিকে আক্রমন থেকে রক্ষা করে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

   


পাঠকের মন্তব্য