সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের আজ সম্ভাব্য একাদশ

নেইমার না থাকায় আজ শুরুর একাদশে খেলতে পারেন রদ্রিগো

নেইমার না থাকায় আজ শুরুর একাদশে খেলতে পারেন রদ্রিগো

ব্রাজিলের উইঙ্গার রদ্রিগো গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। জাতীয় দলের জার্সি পরে হাত নাড়াচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা। ক্যাপশনে লিখেছেন ‘আগামীকাল দেখা হবে।’ তাঁর এই ক্যাপশনের অর্থটা নিশ্চয়ই আন্দাজ করে নিয়েছেন ?

সুইজারল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে ব্রাজিল। যেহেতু নিজের দল মাঠে নামবে, তাই সমর্থকদের খেলা দেখার আমন্ত্রণ জানাতেও তিনি এই স্ট্যাটাস দিতে পারেন। তবে খুব সম্ভবত ব্যাপারটি এত সরল না। নেইমার চোট পেয়ে সুইজারল্যান্ড ম্যাচ থেকে ছিটকে পড়ার পর এই স্ট্যাটাস দেন রদ্রিগো। আর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো এর মধ্যেই জানিয়েছে, নেইমারের জায়গায় রদ্রিগোকে খেলাতে পারেন ব্রাজিল কোচ তিতে। সার্বিয়ার বিপক্ষে পা মচকে নিয়ে সুইসদের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েন নেইমার। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচেও তাঁর খেলা নিয়েও সন্দেহ আছে।

রদ্রিগো সাধারণত ডান উইংয়ে খেলেন এবং উইং চিরে আক্রমণে অভ্যস্ত। এর বাইরে কখনো কখনো সেন্টার ফরোয়ার্ড পজিশনে তাঁকে দেখা যায়। যদিও তাঁর ক্লাব কোচ কার্লো আনচেলত্তি ও জাতীয় দলের কোচ তিতের মতে, আক্রমণভাগে রদ্রিগো যেকোনো পজিশনেই খেলতে পারেন। এমনকি নেইমারের প্লে–মেকিং পজিশনে খেলার মতো সামর্থ্যও তাঁর আছে। বিশ্বকাপের আগে তুরিনের ব্রাজিলের অনুশীলন ক্যাম্পে তিনটি প্রস্তুতি ম্যাচে নেইমারের পজিশনে খেলেছেন রদ্রিগো। ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোও রদ্রিগোকে সুইসদের বিপক্ষে খেলানোর পক্ষে, ‘রদ্রিগো আমার চোখ ধাঁধিয়ে দিয়েছে। সৃষ্টিকর্তা তাকে ফুটবল খেলার সামর্থ্য দিয়েছে এবং তাকে খেলতে দেখতে ভালো লাগে।’

তবে রদ্রিগোই যে খেলবেন, তা কিন্তু নিশ্চিত নয়। যদিও ব্রাজিলিয়ান আক্রমণের ধার ঠিক রাখার কথা ভাবলে নেইমারের বদলি হিসেবে রদ্রিগোর নামটাই আগে উঠে আসে। ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন ও রাফিনিয়ার সঙ্গে ভালো জুটি গড়তে পারবেন রদ্রিগো। তবে তিতে আরেকটি কৌশলও অবলম্বন করতে পারেন। 

নেইমারের জায়গায় একজন অতিরিক্ত মিডফিল্ডার খেলাতে পারেন ব্রাজিল কোচ তিতে। সে ক্ষেত্রে ফ্রেদের খেলার সুযোগ আছে। ফ্রেদ নামলে লুকাস পাকেতাকে আরেকটু ওপরে খেলানোর বিলাসিতাটুকু দেখাতে পারেন তিতে। সার্বিয়ার বিপক্ষে পাকেতা কাসেমিরোর সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করেছেন।

কিন্তু ঝামেলা হলো পাকেতাকে নিয়েও দুশ্চিন্তা আছে ব্রাজিলের। অসুস্থতার কারণে এই ম্যাচের আগে ব্রাজিলের সর্বশেষ অনুশীলনে যোগ দেননি পাকেতা। মাঠে থাকলেও বসে ছিলেন। ম্যাচের আগে সুস্থ হয়ে উঠলে তিতে তাঁকে হয়তো খেলাবেন। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি ব্রাজিল কোচ। পাকেতাকে শেষ পর্যন্ত না পেলে নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গুইমারেজকে খেলাতে পারেন তিতে

একটি বিষয় ভুলে গেলে চলবে না, তিতে আক্রমণভাগে যদি চার অ্যাটাকার রাখতে চান, তাহলে নেইমারের জায়গায় রদ্রিগোকেই খেলাতে হবে। সে ক্ষেত্রে পাকেতার জায়গায় হয়তো ফ্রেদ কিংবা ব্রুনোকে দেখা যেতে পারে। তবে পাকেতা ও রদ্রিগো খেললে ফ্রেদকে মূল একাদশে না–ও দেখা যেতে পারে।

দুশ্চিন্তা আছে ব্রাজিলের রক্ষণ নিয়েও। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে দানিলোও চোট পেয়ে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় রিয়াল মাদ্রিদের সেন্টারব্যাক এদের মিলিতাও অথবা দানি আলভেসকে দেখা যেতে পারে। মিলিতাও রক্ষণে ভরসার নাম হলেও মাঝেমধ্যেই ওভারল্যাপ করে উঠে যান। ৩৯ বছর বয়সী আলভেস তো রাইটব্যাক হিসেবে সব সময়ই আক্রমণাত্মক। অভিজ্ঞও। তিতে তাঁর রক্ষণে অভিজ্ঞতা নাকি তারুণ্যকে প্রাধান্য দেন, সেটাই এখন দেখার বিষয়।

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য রক্ষণ

গোলকিপার : আলিসন। ডিফেন্ডার: এদের মিলিতাও/দানি আলভেস, থিয়াগো সিলভা, মারকিনিওস ও অ্যালেক্স সান্দ্রো। মিডফিল্ডার: কাসেমিরো, পাকেতা/ফ্রেদ/ব্রুনো গিমারেস। ফরোয়ার্ড: রাফিনিয়া, ভিনিসিয়ুস, রদ্রিগো ও রিচার্লিসন।

   


পাঠকের মন্তব্য