মেক্সিকোর বক্সারের হুমকি, ‘মেসি যেন আমার সামনে না পড়ে’

আর্জেন্টিনা ও মেক্সিকো

আর্জেন্টিনা ও মেক্সিকো

লিওনেল মেসির বিরুদ্ধে মেক্সিকোর জার্সি ও পতাকাকে অসম্মান করার গুরুতর অভিযোগ তুলেছেন ক্যান্সেলো আলভারেজ। ভীষণ ক্ষিপ্ত হয়ে উত্তর আমেরিকার দেশটির এই পেশাদার বক্সার হুমকিও দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকাকে। তবে মেসি ইচ্ছাকৃতভাবে এমন কাজ করেছেন কিনা তা নিশ্চিত নয়।

গত শনিবার রাতে কাতার বিশ্বকাপের 'সি' গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মেক্সিকো। লুসাইল স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে ২-০ গোলে জেতে আলবিসেলেস্তেরা। ফলে আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা টিকিয়ে রেখেছে শিরোপাপ্রত্যাশী লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অঘটনের শিকার হয়ে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তাদের।

স্বস্তির জয়ের পর ড্রেসিং রুমে নেচেগেয়ে উদযাপন করেন আর্জেন্টাইন ফুটবলাররা। সেখানকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, মেসির সামনে খেলাধুলার বিভিন্ন উপকরণের পাশাপাশি মেক্সিকোর একটি জার্সিও পড়ে রয়েছে মেঝেতে। তিনি তখন বুট খুলছিলেন। সেসময় ওই জার্সিতে তার পা লেগে যায়। প্রথম দেখায় যা অনেকটা 'লাথি মারা'র মতো মনে হয়েছে।

আলভারেজের ক্ষোভের কারণ ওই দৃশ্যটা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের স্বীকৃত পেজে তিনি মেসিকে হুমকি দিয়ে লিখেছেন, 'তোমরা কী দেখেছ যে মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে ? ঈশ্বরের কাছে প্রাথর্না করি যেন মেসি আমার সামনে না পড়ে।'

মেক্সিকান এই বক্সার যোগ করেছেন, 'আমি যেভাবে আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি, তারও মেক্সিকোকে সম্মান করতে হবে। আমি গোটা দেশের (আর্জেন্টিনা) কথা বলছি না, সে যে খারাপ কাজটি করেছে সেটার জন্য আমি মেসির কথা বলছি।'

টুইটে আলভারেজ মেক্সিকোর পতাকার কথা বললেও ভিডিওতে তেমন কিছু দেখা যায়নি। রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি স্বেচ্ছায় এমন কোনো কাণ্ড ঘটাবেন, সেটা অবিশ্বাস্য পর্যায়েই পড়ে। তবে তিনি মেক্সিকোর কোন খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করেছিলেন, তা জানা যায়নি। তথ্যঃ দি ডেইলি স্টার 

   


পাঠকের মন্তব্য