তালতলী ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তালতলী ইউনিয়ন আওয়ামী লীগ

তালতলী ইউনিয়ন আওয়ামী লীগ

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় হাজারো জনতার উপস্থিতিতে রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রথম অধিবেশন শুরু হয়। পরে বিভিন্ন সময় মৃত্যু বরণ করা নেতৃবৃন্দের নামে শোক প্রস্তাব পাঠ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাদশা হাওলাদার এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। 

সভা উদ্বোধন করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ এর সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন-অর রশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রতনদী তালতলী ইউনিয়নের সাংগঠনিক দ্বায়িত্বপ্রাপ্ত নেতা এ্যাড. মোঃ ওবায়দুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান রুবেল মোল্লা। 

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ সগীর আহমেদ গাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, মো. রেজাউল করিম, আজিজুর রহমান বাবলু, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ শাহ আলম, মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, মোফাজ্জেল হোসেন মাসুদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল ও সবেক গলাচিপা ডিগ্রি কলেজের নাট্য বিষয়ক সম্পাদক মো. মামুনুর রশীদ সহ জেলা, উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সম্মেলনে অতিথিরা আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করে আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়।

   


পাঠকের মন্তব্য