পাইকগাছায় ১৪৪ ধারা ভঙ্গ করে স্থাপনা নির্মাণ; আটক-২

পাইকগাছায় ১৪৪ ধারা ভঙ্গ করে স্থাপনা নির্মাণ; আটক-২

পাইকগাছায় ১৪৪ ধারা ভঙ্গ করে স্থাপনা নির্মাণ; আটক-২

পাইকগাছা উপজেলার রাড়ুলীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পেশি শক্তির মাধ্যমে অসহায় মোহন লাল এর জমি দখল করে স্থাপনা নির্মাণকালে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। 

আদালতের এম.আর ৪৬৪/২২নং মামলার তপশীল বর্ণিত জায়গায় স্থিতিবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে ৩০ নভেম্বর বুধবার সকালে কাজ করতে থাকলে উপজেলার রাড়ুলী গ্রামের লুৎফর রহমান সরদারের পুত্র আতিয়ার রহমান সরদার ও বাবর আলী সরদারের পুত্র মোজাম আলী সরদারকে পুলিশ আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

মামলা ও বাদী সূত্রে জানা গেছে, পাইকগাছার রাড়ুলীতে অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশের পৈত্রিক ও ক্রয়কৃত জমি শান্তিপূর্ণ ভাবে বংশ পরম্পরায় প্রায় শতবছর রাড়ুলী মৌজায় হাল বিআরএস ৪৪৪৭ নং দাগে ২৭ শতকের মধ্যে ১৮ শতক ও বিআরএস ৪৪৪৮ নং দাগে ৫১ শতকের মধ্যে ৩৪ শতক ভোগ দখল করে আসছেন। উক্ত জমি ২১ নভেম্বর সোমবার আনুঃ সকাল সাড়ে ৮ টায় একই গ্রামের আশিষ কুমার দাশ, মোঃ আতিয়ার রহমান সরদার, লতিফ সরদার, অসীম কুমার দাশ ও নাজমা বেগম উক্ত সম্পত্তি জোর জবর দখল করার উদ্দেশ্যে অস্ত্র, দা-লাঠি, সাবল, কুড়াল, ঘর বাঁধার টিন, খুঁটি, সিমেন্ট নিয়ে ঘর নির্মাণ করতে আসে। 

এ সময় মোহন লাল তাদের কাজে বাঁধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী গ্রামের মৃত বিরেন্দ্র নাথ ওরফে বিনোদ বিহারী দাসের ছেলে মোহন লাল দাস বাদী হয়ে প্রতিবেশি আশিষ কুমার দাস, মোঃ আতিয়ার রহমান সরদার, লতিফ সরদার, অসিম কুমার দাস ও নাজমা বেগম সহ ৫ জনের বিরুদ্ধে চলতি মাসের ২১ তারিখে ভারপ্রাপ্ত কর্মকর্তা পাইকগাছা থানা বরাবর এবং ২৩/১১/২০২২ তারিখে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এম, আর ৪৬৪/২২ তারিখে ৬৮১ স্বারকে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন।  

থানা পুলিশ আদালতের নির্দেশ পেয়ে এসআই সুজিত ঘোষ ২৪/১১/২২ বাদী বিবাদীদের কোর্টের নোটিশ প্রদান করে সবাইকে শান্তি বিরাজ করার কথা বলে আসেন। 

মামলার পরবর্তী শুনানীর তারিখ ৯ জানুয়ারী- ২৩ তারিখ। কিন্ত এ আইন অমান্য করে ৩০ নভেম্বর বুধবার সকালে কাজ করা অবস্থায় রাড়ুলী লুৎফর রহমান সরদারের ছেলে আতিয়ার রহমান সরদার (৪২) ও বাবর আলী সরদারের ছেলে মোজাম আলী সরদারকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। 

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কাজ করায় ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। নালিশী সম্পত্তির ১৪৪ ধারা যাতে কোন পক্ষ ভঙ্গ না করে তার জন্য থানা পুলিশ তৎপর রয়েছে।

   


পাঠকের মন্তব্য