জায়গা পেল শেষ ষোলোতে

'গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা; রানার্সআপ পোল্যান্ড' 

'গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা; রানার্সআপ পোল্যান্ড' 

'গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা; রানার্সআপ পোল্যান্ড' 

পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েই নকআউট পর্বের টিকিট কাটলো আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আলবিসেলেস্তেদের লিড এনে দিলেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৬৭তম মিনিটে এনজো ফার্নান্দেজের সহায়তায় ডি-বক্স থেকে পোল্যান্ডের জালে বল পাঠান ম্যানচেস্টার সিটি তারকা হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনার কাছে হেরেও গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে পোল্যান্ড। আর সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও বিদায় নিতে হয়েছে মেক্সিকোকে। পোল্যান্ড ও মেক্সিকো দুটি দলেরই সমান ৪ পয়েন্ট। তবে গোল গড়ে পোল্যান্ড এগিয়ে থাকায় তারা জায়গা পেল শেষ ষোলোতে। 

৩৭তম মিনিটে লিওনেল মেসি ফাউলের শিকার হলে ভিএআর চেকের পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি। মেসির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে আর্জেন্টিনাকে গোলবঞ্চিত করেন পোলিশ গোলরক্ষক সেজনি। 

প্রথমার্ধে মোট ১২টি শট নেয় আর্জেন্টিনা। লক্ষ্যে ছিল ৭টি। পোল্যান্ড দুই শট নিলেও লক্ষ্যে রাখতে পারেনি একটিও। ৪৬তম মিনিটে নাহুয়েল মলিনার অ্যাসিস্টে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

‘সি’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয় সৌদি আরব ও মেক্সিকো।

প্রথমার্ধে গোলশূন্য সমতা নিয়ে মাঠ ছাড়ে তারাও। তবে দ্বিতীয়ার্ধে হেনরি মার্টিন ও লুইস শ্যাভেজের গোলে ২-০তে এগিয়ে যায় মেক্সিকো। শেষ ষোলোতে যেতে আরেকটি গোল প্রয়োজন ছিল তাদের। কিন্তু যোগ করা সময়ের ৯০ সেকেন্ড বাকি থাকতে সৌদি আরব এক গোল শোধ দেয়। তাতেই মেক্সিকো ছিটকে যায় প্রথম রাউন্ড থেকে। 

   


পাঠকের মন্তব্য