বিআইটিসি'র নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন

পরিচালক ড. আলক কুমার সাহা

পরিচালক ড. আলক কুমার সাহা

রিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজ (BITC) এর ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরণ  তথা নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. আলক কুমার সাহা। বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল ইনফরেশন টেকনোলজি কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক নাজমুল হাসান, ইদ্রিস মোল্লা, সাইফুর রহমান, আবু সালেক, মাহফুজ রহমানসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

১ নভেম্বর,২০২২ রোজঃ বৃহস্পতিবার বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের রক্তিম লাল গোলাপসহ গন্ধরাজের শুভেচ্ছায় বরণ করা হয়। নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানানোর পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আনিসুর রহমান।

আনিসুর রহমান বলেন, উন্নত ও সমৃদ্ধিশালী দেশ গঠনে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। তাই আশা করি সাধারণ শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানের প্রযুক্তিনির্ভর শিক্ষা অর্জনের মাধ্যমে উন্নত  দেশ গঠনে ভূমিকা রাখবে।

এ প্রতিষ্ঠানের সি.এস.ই ও বি.বি.এ ডিপার্টমেন্ট থেকে স্নাতক সম্পন্ন করার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে ভালো ক্যারিয়ারে যুক্ত করতে সক্ষম হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ড.আলক কুমার সাহা তার বক্তব্যে বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজের প্রশংসা করেন।

এ অনুষ্ঠানে বর্নিল সাজসজ্জার মাধ্যমে মনোমূগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের রোমাঞ্চতায় উৎসবমূখর আমেজের সৃষ্টি হয় শিক্ষার্থীদের মাঝে। নাচ, গান, মঞ্চ নাটকের অসাধারণ উপস্থাপনা ছিলো চোঁখে পড়ার মতো। 

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত অত্র কলেজ স্বল্প খরচে অনার্স প্রফেশনাল কোর্সে CSE, BBA অনার্স ও MBA কোর্স সম্পন্ন করে বরিশাল বিভাগীয় শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে।

পাঠকের মন্তব্য