পাইকগাছায় প্রতিবন্ধী দিবসে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম

পাইকগাছায় নানা আয়োজনের মধ্যেদিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

“প্রতিবন্ধী প্রতিভাবন্দি নয়” প্রতিপাদ্যে শনিবার সকালে লক্ষ্মীখোলা কলেজিয়েট বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট, উপজেলা অভিভাবক প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। 

এ উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন, লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। সভাপতিত্ব করেন কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কেএম মেছবাহুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। 

বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, প্ৰজিৎ কুমার রায়, শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল। বক্তৃতা করেন, আবুল কালাম আজাদ, বিকাশ চন্দ্র সরকার, বিভূতীভূষণ সানা, শিক্ষক মুরারী মোহন সরকার, শফিকুর রহমান গাজী, ব্রজেন মন্ডল সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে ২০ জন প্রতিবন্ধির হুইলচেয়ার, শ্রবণ প্রতিবন্ধীদের ইয়ার ফোন, ২ শতাধিক শীতবস্ত্র দেয়া হয় এবং ক্রীড়া প্রতিযোগীদের পুরস্কার প্রদান করেন অতিথি বৃন্দ।

   


পাঠকের মন্তব্য