বিআইটিসি'তে আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অধ্যক্ষ জনাব আনিসুর রহমান
গ্রামাঞ্চল থেকে শহরতলী, শহরতলীর অলিগলি, চায়ের দোকান থেকে টেলিভিশনের পর্দা, খবরের কাগজ থেকে অনলাইন প্লাটফর্ম, দেশ হতে দেশান্তর, বিশ্বমঞ্চে ভক্তদের তর্ক, তর্ক থেকে বিতর্ক সর্বদাই এখন আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের এ উন্মাদনার রেশ থেকে বাদ যায়নি কোনো জায়গাই।
এরই ধারাবাহিকতা থেকে বাদ পড়েনি বৃহত্তর বরিশালের প্রযুক্তিবিদ্যার অন্যতম বিদ্যাপিট বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজও।
আজ ৭ই ডিসেম্বর, ২০২২ রোজঃ বুধবার বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে আয়োজন করা হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ। এ খেলায় অংশগ্রহন করেন অত্র কলেজের বিভিন্ন সেমিষ্টার এর আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক শিক্ষার্থীরা।
আজ দুপুরে এ ম্যাচের উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব আনিসুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যাপিঠের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ সকল সেমিস্টারের ছাত্র-ছাত্রীবৃন্দ।
ম্যাচ চলাকালীন উপস্থিত সকলের মাঝে এক অন্যরকম আনন্দ অনুভূতি'র উন্মাদনা পরিলক্ষিত হয়। মাঠের চারপাশে দুই দলের পতাকা ও জার্সি পরিধান করে নেচে গেয়ে আনন্দ করেন সমর্থকরা।
আয়োজিত এই ম্যাচে ৩-২ গোলে জয় তুলে নেন ব্রাজিল সমর্থক দল। পরবর্তীতে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এ ম্যাচের আয়োজক BITC ক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠান অধ্যক্ষ জনাব আনিসুর রহমান বলেন, খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখাসহ নেতৃত্বদানের গুনাবলী অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও শিক্ষার্থীদের মেধার বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ বিষয়টিকে প্রাধান্য দিয়েই আমরা বরাবরই শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করে থাকি।
পাঠকের মন্তব্য