পাইকগাছা বাইনবাড়ীয়াতে পিচের রাস্তা স্বপ্ন নয় এখন বাস্তব 

পাইকগাছা বাইনবাড়ীয়াতে পিচের রাস্তা স্বপ্ন নয় এখন বাস্তব 

পাইকগাছা বাইনবাড়ীয়াতে পিচের রাস্তা স্বপ্ন নয় এখন বাস্তব 

পাইকগাছায় মুক্তিযুদ্ধের পর সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ বাইনবাড়ীয়ায় কার্পেটিং (পিচের) রাস্তা' হওয়ায় এলাকাবাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। 

অবহেলিত এই রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গত একাদশ সংসদ নির্বাচন পূর্বে এলাকাবাসীর দাবিতে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী মোঃ আক্তারুজ্জামান বাবু রাস্তাটি নির্মাণের প্রতিশ্রুতি দেন। করোনা কালীন সময়ে রাস্তাটি হতে বিলম্বিত হয়। 

অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত পিচের রাস্তা এখন স্বপ্ন নয় বাস্তব। বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসি এমপি-বাবু সহ স্থানীয় সরকার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপজেলা (এলজিইডি) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খাঁন জানান, গড়ইখালীর ঘোষখালী নদীর পাটকেলখালী ব্রীজ হতে সরজিৎ মাষ্টার বাড়ী অভিমুখি দঃ বাইনবাড়ীয়াতে ২ কিঃ মিঃ কার্পেটিং এর শেষ হয়েছে। 

স্থানীয় সরকার বিভাগের অধীনে গত অর্থবছরের ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে খুলনার এম জেট-টি এ্যান্ড এম জেট-ই নামে দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ প্রকল্পটি বাস্তবায়ন করছেন।  

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অবঃ স্কুল শিক্ষক অনিল কৃষ্ণ মন্ডল ও ইউপি সদস্য অচিন্ত্য কুমার সরদার বলেন, দক্ষিণ বাইনবাড়ীয়ার অবহেলিত মাটির রাস্তায় দীর্ঘ বছর পর সংসদ সদস্য মহোদ্বয়ের প্রতিশ্রুতিবদ্ধ কার্পেটিং (পিচের) রাস্তা হওয়ায় এলাকাবাসী স্বপ্ন পূরণ হয়েছে।

   


পাঠকের মন্তব্য