'রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায়' | প্রজন্মকন্ঠ 

এম গোলাম ছারওয়ার, গবেষক ও কলামিস্ট

এম গোলাম ছারওয়ার, গবেষক ও কলামিস্ট

এম গোলাম ছারওয়ার : কালের দুনিয়া বিখ্যাত বিটল্‌সের মতো রক সঙ্গীতের পেইজে এখন কোন পোষ্ট আপডেট আসলে তারা লাইক পায় তিন কি সাড়ে তিন হাজার।

আর আমাদের হিরো আলম স্যার ফুটবল নিয়ে সর্বশেষ যে গান গাইলেন সেটার ভিউ হইছে পাঁচ মিলিয়ন। তাই বলে হিরো স্যার কি বিটলসকে ছাড়িয়ে গেলো ?

ফুটবল যদি একটি মিথলজি হয় তাহলে মেসি, নেইমার, রোনাল্ডো নিশ্চয় এক একটি মহান দেবতা। সেই দেবতাকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে কেউ যদি বিশ্বকাপ খেলায় তবে তার হয় স্ক্রিজোফ্রেনিয়া রোগ আছে কিংবা তাদের ইন্টারনাল রাজনীতি আছে। 

সেটা গেলো এক ধরণের পাপ। তারপর পঞ্চাশ মিনিট পর দেবতাকে ডাকা হলো। তারপরও জগত বিখ্যাত এই ফ্রি-কিকারকে মাঠে রেখে ফ্রি কিক করতে বারবার দেয়া হলো কোথাকার কোন নাম্বার ছাড়া ব্রুনো ফার্নান্দেজকে !

কোন ভুল সময়ে হিরো আলমদের ভিউ পাঁচ মিলিয়ন হলেই সে বিটলসকে ছাড়িয়ে যাবে ? কোন নাম্বার ছাড়া প্লেয়ার হঠাৎ কোন সময় তিন গোল দিয়ে দিলেই সে মেসি, রোনাল্ডো, নেইমার হয়ে যাবে ? বড় প্লেয়ার মাঠে রাখার একটি মনস্তাত্ত্বিক দিক হলো প্রতিপক্ষ এক্সটা চাপ অনুভব করে। 

যাই হোক, আমি অনেক বেশি খেলা দেখিনা। অনেক বেশি বুঝিও না। অনেক বেশি বিশেষজ্ঞও নই। আবার খেলা নিয়ে অনেক বেশি দুঃখ পাওয়ার মতো কোন তীক্ষ দর্শকও নই। শুধু আনন্দের জন্যে খেলা দেখি। আনন্দ করি। 

আমি শিল্প, সাহিত্য, খেলাধুলাসহ সংস্কৃতির সব সেক্টরে অন্য জাগতিক সেক্টরের মতো বিচরণ করি অনেকটা নির্মোহ দৃষ্টিতে। ভালোকে ভালো বলতে চেষ্টা করি। 

আগেই বলে রাখি মরক্কো খেলেই জিতেছে। তাই তাদেরকে শুভ কামনা জানিয়ে রাখতে হয়। 

অন্যদিকে এটিতো সত্য যে, পর্তুগাল অত্যন্ত ভালো একটি দল। তারা আজও ভালো খেলেছে। তবুও তারা হারলো কেন ? ক্বারী আমিরুদ্দিনের একটি গানের একটি অন্তরা আছে। সেখানে বলা আছে, রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায়।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক : Md Golam Sarwar
লেখক : গবেষক ও কলামিস্ট 

   


পাঠকের মন্তব্য