বনভূমি দখল করে পাকা দালান নির্মাণ; নিরব বনবিভাগ

বনভূমি দখল করে পাকা দালান নির্মাণ; নিরব বনবিভাগ

বনভূমি দখল করে পাকা দালান নির্মাণ; নিরব বনবিভাগ

কক্সবাজারে বনভূমি দখলদারদের বিরুদ্ধে বনবিভাগ জিরোটলারেন্স ঘোষনা দিলেও কেউ তা মানছে না। প্রতিনিয়ত দখল হয়ে যাচ্ছে বনভূমি। সংশ্লিষ্ট বিভাগের কিছু অসাধু কর্তা ভূমিদস্যু ও দখলবাজদের সাথে আতাত করে সুবিধা নেয়ার কারণে বনভূমি দখলের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং সরেজমিনে গিয়েও সত্যতা পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের আওতাধীন লিংকরোড বিটের দক্ষিণ মুহুরীপাড়ায় প্রতিদিন নিত্যনতুন পদ্ধতিতে বনের জমি জবর দখল হচ্ছে,তা আবার মোটা অংকের টাকায় বিক্রিও হচ্ছে। কোথাও কোথাও বনভূমি কেটে সমতল করে পাকা দালান নির্মাণ, জায়গা ভরাট সহ পোলট্রি ফার্ম ও নানা স্হাপনা গড়ছে দখলবাজরা। দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের লিংকরোড বিটের অধীন বনভূমির প্রায় সিংহ ভাগ জায়গায় দখল হয়ে গেছে। দখলবাজরা নিয়মিত পাহাড় কেটে পাকা ঘর নির্মাণ ও পাহাড়ের মাটি দিয়ে জায়গা ভরাট করছে।

সূত্র জানায়,এই বিটের আওতাধীন এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় বালু উত্তোলন, বনভূমি দখলের মহোৎসব চালাচ্ছে। প্রভাবশালী দখলবাজ চক্র বনভূমি দখল করে তা লক্ষ লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছে দেদারচ্ছে।বন প্রহরীরা টহলে গিয়ে দখলের এ প্রক্রিয়া দেখেও না দেখার ভান ধরেছে বলে ভয়াবহ অভিযোগ রয়েছে।

সরেজমিনে গিয়ে এমনি চিত্র উঠে আসে প্রতিবেদকের হাতে। লিংকরোড বিটের দক্ষিণ মহুরীপাড়ায় আবু বক্কর সিদ্দীক প্রকাশ রোহিঙ্গা ইউসুফ ড্রাইভার বনবিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বনভূমি  দখলে নিয়ে পাহাড় কেটে পাকা দালান নির্মাণের দুঃসাহস দেখিয়েছে। এই বিটের আওতাধীন আরো কয়েকটি স্হানে পাকা দালান নির্মাণ সহ পাহাড় কাটার মহোৎসব চলছে।

এবিষয়ে লিংকরোড বিট কর্মকর্তা মোহাম্মদ সোহেল হোসাইন বলেন, জড়িতদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।স্হাপনাটি উচ্ছেদ করা হবে কিনা জানতে চাইলে তিনি রহস্যজনক ভূমিকা পালন করে।

   


পাঠকের মন্তব্য