পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম

পাইকগাছায় উপজেলা প্রশাসন,  আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ২১টায়  উপজেলা মিলনাতনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ'লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ শাহাদাত হোসেন বাচ্চু, শহীদ পরিবারের সন্তান অবঃ প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি। 

সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সঞ্চালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন,  বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী, কাজী তোকারেম হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ শাহজাহান  আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, বিআরডিবি কর্মকর্তা রাজীবুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা  হাসিবুর রহমান, ইউপি চেয়ারম্যান কওসার জোয়ার্দার, একাডেমিক সুপারভাইজার নূরে আলম, এস আই মোশাররফ হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, মৎস্য সহকারী কর্মকর্তা অসিত সরকার, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সহকারী শিক্ষক রীতা রায় ও সঞ্জয় গাইন, কবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা বৃন্দ। অপরদিকে, উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও আওয়ালীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু'র সঞ্চালনায়, এসময়ে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা মোঃ রশীদুজ্জামান মোড়ল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শামসুর রহমান, জিএম ইকরামুল ইসলাম,  হেমেশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সামছুর রহমান, গৌরাঙ্গ মন্ডল, মিজানুর রহমান, জগদীশ রায়, বাবুলাল বিশ্বাস, আজিবর রহমান, আঃ মজিদ বয়তী, পরেশ মন্ডল, আঃ করিম, ভূধর বিশ্বাস, শেখ রাজু, স্নেহেন্দু বিকাশ, রায়হান পারভেজ রনি প্রমুখ। এরপূর্বে সকাল সাড়ে ১০টায় কপিলমুনি বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান হয়।

   


পাঠকের মন্তব্য