দেশপ্রেম ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হতে হবে : এমপি বাবু 

সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু

সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু

পাইকগাছায় আলিম মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া সম্মাননা ও মতবিনিময় সভায় খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)'র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু' শিক্ষার্থীদেরকে দেশপ্রেম ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হবার কথা বলেছেন। 

তিনি বৃহস্পতিবার সকালে পৌরসভার কেন্দ্রীয়  আলিম মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষক - কর্মচারী ও শিক্ষার্থীদের দেওয়া অভিনন্দন, সম্মাননা এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরোও বলেন, পিতা-মাতার পরামর্শ, আদর্শ ও  শিক্ষকদের আদেশ-নির্দেশ ও শৃঙ্খলাবোধ থাকলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। 

এমপি বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা'র শিক্ষা বান্ধব সরকার বছরের শুরুতে জানুয়ারী মাসে বিনামূল্যে সব স্তরের শিক্ষার্থীদের হাতে নতূন বই তুলে দিয়ে বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছেন। নতূন কারিকলাম ও মাদ্রাসা সহ শিক্ষা ক্ষেত্রে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি চালুর উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত'র সভাপতিত্বে অনুষ্ঠিত  সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আজহার আলী। সভায় সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। 

বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী শেখ, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, দাতা সদস্য শেখ আঃ রাজ্জাক, অবঃ প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস ও ময়নুল ইসলাম। 

যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিমের সঞ্চালনায় এসময়ে বক্তৃতা করেন, মাদরাসা শিক্ষক আঃ গফুর। উপস্থিত ছিলেন, মাদরাসা সহকারী অধ্যাপক মোঃ আবু সাদেক, মোঃ নজরুল ইসলাম, আঃ মজিদ, প্রভাষক মোঃ জাকির হোসেন ও মোঃ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা, মোঃ নাসির উদ্দীন, বিকাশ রায়, কৌস্তভ রঞ্জন সানা, সুকুমার মন্ডল, চন্দন কুমার মন্ডল ও শেখ ইমদাদুল হক, আঃ খালেক,মহিউদ্দিন গাজী, কমিটি সদস্য ইমদাদুল হক, জহুরুল হক, জামাল হোসেন, কাউন্সিলর আঃ গফফার মোড়ল, নাজমা কামাল, আঃ রাজ্জাক, কেডি বাবু, দিপংকর মন্ডল, মিথুন, সোহেল, রায়হান পারভেজ রনি সহ অনেকে।

   


পাঠকের মন্তব্য