পাইকগাছায় সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

পাইকগাছায় সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

পাইকগাছায় সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

পাইকগাছায় সাংবাদিক আলাউদ্দীন রাজাকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে ৫ জনকে আসামী করে মামলা হয়েছে। 

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি পাইকগাছা থানাকে এজহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার ঘোষাল গ্রামের মৃত আঃ রউফ নায়েবের পুত্র আলাউদ্দীন রাজা দীর্ঘদিন জাতীয় দৈনিক দেশের কন্ঠ ও ও আঞ্চলিক দৈনিক প্রজন্ম একাত্তর পত্রিকায় পাইকগাছা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছে। 

যে কারণে তার এলাকায় একটি গোষ্ঠীর গাত্রদাহ চলে আসছে। আলাউদ্দীন রাজা প্রতিদিনের ন্যায় পেশাগত কাজে ৪/১১/২২ তারিখ সকালে পাইকগাছায় আসার পথে  নিছার সরদার, মোস্তাক সরদার, জহুরা খাতুন সহ ৫ জন আলাউদ্দীন রাজা কে পথ গতিরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা করে পা ভেঙ্গে দেয়। 

স্থানীয়রা উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তার ডান পায়ের হাঁটু এক্সরে করতে বলেন। এক্সরে করার পর তার পা ফ্র্যাকচার হয়েছে বলে রিপোর্ট আসে। তার পর অর্থপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। 

এসব বিষয়ে সাংবাদিক আলাউদ্দীন রাজা ১৬/১১/২২ তারিখে পাইকগাছা থানায় এজাহার দায়ের করলে অজ্ঞাত কারণে মামলা টি এজাহারভুক্ত হয়নি। এ বিষয়ে সাংবাদিক আলাউদ্দীন রাজা বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। অবশেষে বৃহস্পতিবার আলাউদ্দীন রাজা বাদী হয়ে নিছার সরদার কে ১নং আসামী করে ৫ জনের নাম উল্লেখ করে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। 

শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে ওসি পাইকগাছা থানাকে নির্দেশ দিয়েছেন বলে আইনজীবী এড. এফ এম এ রাজ্জাক জানিয়েছেন।

   


পাঠকের মন্তব্য