রায়পুরে পালিত হচ্ছে বিজয়ের অনুষ্ঠানমালা

রায়পুরে পালিত হচ্ছে বিজয়ের অনুষ্ঠানমালা

রায়পুরে পালিত হচ্ছে বিজয়ের অনুষ্ঠানমালা

আজ ১৬ ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। জাতি পালন করছে তার ৫১ তম বিজয় উৎসব। এ উপলক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে বিজয়ের আবহ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান তাদের আয়োজনের কমতি রাখছে না। এ যেন এক নতুন স্বাধীনতা।

দেশের অন্যান্য স্থানের মত লক্ষীপুরের রায়পুরে ও অনুষ্ঠিত হচ্ছে বিজয় দিবসের নানা অনুষ্ঠান। এর মধ্যে উপজেলার মধ্যমনি রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমীতে অনুষ্ঠিত হচ্ছে বিজয় দিবসের সবচেয়ে আকর্ষণীয় ডিসপ্লে। 
 
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয় দিবসের সবচেয়ে কাংখিত একটি অনুষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট, রোভার, কাব স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডসহ অন্যান্য ইউনিটের সদস্যদের অংশগ্রহনের মধ্যদিয়ে স্বাধীনতার বিভিন্ন দিক তুলে ধরছে তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ উউপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামীলীগ সভাপতি বাক্কি বিল্লাহ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা জাতীর বিয়য়ের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তার চেতনা লালনের পরামর্শ দেন। তারা জাতীর সূর্য সন্তানদের ত্যাগের মহিমাও তুলে ধরেন। মুক্তিযুদ্ধে জাতির জনক শেখ মুজিবর রহমানের অসামান্য অবদানের কথা তুলে ধরে তার স্মৃতিচারণ করেন।

   


পাঠকের মন্তব্য