রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান

রাঙামাটিতে নানা কর্মসূচির আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় শুক্রবার (১৬ ডিসেম্বর ) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

ভোরের আলো ফুটতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসটির কর্মসূচি পালন সূচনা করা হয়। বীর বাঙালী জাতি ১৯৭১ সালের এইদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধে লড়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন ভূখন্ডের অভ্যুদ্বয় ঘটিয়েছে।  ছিনিয়ে এনেছে লাল-সবুজের পতাকা।

শৌর্য-বীর্য, অবিস্মরণীয় গৌরবময় ও  জাতি হিসেবে আত্মপ্রকাশের দিনটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির পর সরকারের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও মুক্তিযোদ্ধারা পুস্পস্তর্বক অর্পণ করেন। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

ভোর থেকে শুরু করে বেলা বাড়ার সাথে সাথে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে বরাবরের মতো বিভিন্ন সংগঠনের পাশাপাশি স্থানীয় জনসাধারনেরও ভীড় বাড়তে থাকে।কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের মনোজ্ঞ  কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।  এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

   


পাঠকের মন্তব্য