জাতিসংঘ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রধান বাংলাদেশি সারা হোসেন

ইরানের হিজাববিরোধী আন্দোলন

ইরানের হিজাববিরোধী আন্দোলন

ইরানের হিজাববিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছিল, তা পর্যালোচনা করার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের সারা হোসেনকে।

মানবাধিকার কাউন্সিল টুইটারে জানিয়েছে যে সংস্থাটির প্রেসিডেন্ট ফেদেরিকো ভিলেগাস বাংলাদেশের সারা হোসেনকে মিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া মিশনে আরও দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- পাকিস্তানের শাহীন সরদার আলী ও আর্জেন্টিনার ভিভিয়ানা ক্রিস্তিসেভিক।

২০২২ সালের ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত ইরানে কথিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্য গত ২৪ নভেম্বর একটি স্বাধীন, আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন প্রতিষ্ঠা করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী কুর্দি ইরানি তরুণী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে থাকা অবস্থায় কোমায় চলে গেলে হাসপাতালে নেওয়া হয় ওই তরুণীকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহসা আমিনি।

সংবাদমাধ্যম বলছে, মাহসা আমিনিকে তেহরানে নৈতিকতা পুলিশ তার চুল সঠিকভাবে না ঢেকে রাখার অভিযোগে আটক করেছিল। তার মৃত্যুর পর থেকেই ইরানজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ চলছে।

   


পাঠকের মন্তব্য