কুতুবদিয়ায় চাষ হচ্ছে মিষ্টি পান 

কুতুবদিয়ায় চাষ হচ্ছে মিষ্টি পান 

কুতুবদিয়ায় চাষ হচ্ছে মিষ্টি পান 

ধান, আলু, মরিচ, বেগুনসহ অন্যান্য নানা ফসলের আবাদ হলেও কুতুবদিয়ায় কোথাও পান চাষ হয় না। যার কারণে কুতুবদিয়ায় এবারই প্রথম পান চাষ করে সাড়া ফেলেছেন উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হকদার পাড়া এলাকার মো. রমজান আলী (৪৫)। জানা যায়, কয়েক বছর আগেও এ এলাকায় রমজান আলীসহ অনেকেই পানের চাষ করেছিলো। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সেই পান চাষ সফল হয়নি। প্রায় ৮ বছর পর আবারও ব্যাংক থেকে ঋন নিয়ে মো. রমজান আলী পান চাষ শুরু করেন। এতে অধিক পরিমাণ পান উৎপাদন করে লাভের মুখ দেখছেন। তার উৎপাদিত পান মহেশখালীর পানের চেয়ে বেশি মিষ্টি হওয়ায় পুরোদমে বিক্রি হচ্ছে। 

চাষী মো. রমজান আলী বলেন, গতবার ক্ষতির মধ্যে পড়েও হাল ছাড়িনি। আমার দেখার চেষ্টা ছিল ধান, আলু, মরিচ, বেগুনসহ অন্যান্য নানা ফসলের আবাদ হলে পানের চাষ কেন হবে না? অনেক চেষ্টার পরে সেই সফলতা পেয়েছি। বিক্রিও শুরু করেছি। তবে, শীতকালে তুলনামূলক কম পান উৎপাদন হয়। কারণ শীতকালে পান পাতা বাড়ে কম। এ সময়ে উৎপাদন কম হলেও বাজারে পানের দাম থাকে বেশি। পান বিক্রির অর্থ দিয়েই তার সংসার ভালো চলছে।

এব্যাপারে উপজেলার কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের আলী আকবর ডেইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিসবাহ উদ্দিন সেলিম বলেন, উপজেলায় পান চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা উপজেলা কৃষি বিভাগ থেকে পরামর্শ দিচ্ছি। কুতুবদিয়ার চাষী মো. রমজান আলীর হাত ধরে অন্যান্য চাষীদের মাঝে পান চাষ সম্প্রসারিত হবে এমন প্রত্যাশা করা যেতেই পারে। 

এদিকে, রমজান আলীর মতো চাষীদের সরকারি বেসরকারি ভাবে সহযোগিতা করলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব হবে বলে মনে করেন সচেতন মহল।

   


পাঠকের মন্তব্য