কলারোয়া সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির পরিচিতি সভা

কলারোয়া সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির পরিচিতি সভা

কলারোয়া সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির পরিচিতি সভা

সম্মিলিত সামাজিক আন্দোলন কলারোয়া শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ডিসেম্বর) বেলা সাড়ে ৪টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের কার্যালয়ে সংগঠনের প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। 

সংগঠনের উপদেষ্টা শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর ও উপদেষ্ঠা পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলামের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ। সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সংগঠনের সহ.সভাপতি প্রভাষক শেখ আল কামুন, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিক মুহিব, অর্থ বিষয়ক সম্পাদক ব্যবসায়ী লক্ষন চন্দ্র বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক সরদার জিল্লুর রহমান, সমাজসেবক ফারজানা খাতুন প্রমুখ। বক্তারা সভায় অসম্প্রদায়িক বৈষম্যহীন, শোষন-দূর্নীতিমুক্ত মুক্তিযুদ্ধের ভাবাদর্শের বাংলাদেশ তথা কলারোয়ার সমাজকে গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেন। 

আগামী ৩১ডিসেম্বর সাতক্ষীরা জেলা কমিটির সম্মেলন সার্থক হোক ও সফল হউক এই কামনা করে উপজেলা কমিটিকে আরো সংঘবদ্ধ হয়ে সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার উপর মতামত ব্যক্ত করেন।

   


পাঠকের মন্তব্য