ভূমিহীন জেলে পরিবারদের খাসজমি পাওয়ার দাবীতে মানববন্ধন

সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু

সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু

পাইকগাছায় সমুদ্রগামী ভূমিহীন জেলে পরিবারদের খাসজমি প্রাপ্তির আইনগত অধিকার প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অ্যাওসেড ও ভিলেজ ক্লাইমেট রেজিলিয়েন্ট পিপলস কমিটি (ভিসিআরপিসি) আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে মাববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ (পাইকগাছা কয়রা)'র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। খুলনাঞ্চল পানি অধিকার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন কবির ববি‌'র পরিচালনায় বক্তৃতা করেন, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, জেলা অ্যাওসেড সমন্বয়ক 
 
মাহাবুবুর রহমান, সহকারী সমন্বয়ক হেলেন খাতুন, মাহমুদকাটি  ভিসিআরপিসি সভাপতি মানিক ভদ্র, সহ-সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য, সম্পাদক রজিব গাঙ্গুলী, জেলে তপন বিশ্বাস, পঞ্চানন বিশ্বাস, কল্পনা বিশ্বাস, কাকন্তী বিশ্বাস, সুভদ্রা বিশ্বাস, কাউন্সিলর কবিতা রানী দাশ, গোফ্ফর মোড়ল, ইউপি সদস্য মেরী রানী সরদার , আজিজুল হাকিম, রনি প্রমুখ। মানববন্ধন শেষে জেলে পরিবারের মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

 

   


পাঠকের মন্তব্য