রামুতে চাঁদা না পেয়ে জমি দখলে নিতে হামলা; আহত-৩

রামুতে চাঁদা না পেয়ে জমি দখলে নিতে হামলা; আহত-৩

রামুতে চাঁদা না পেয়ে জমি দখলে নিতে হামলা; আহত-৩

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে দাবিকৃত চাঁদা না পেয়ে জোরপূর্বক জমি দখলে নিতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর সহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ উঠেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় মহিলা সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত ২৯ নভেম্বর বিকেলে একই এলাকার রাফায়ত মোহাম্মদ আয়াত, আলী আকবর ও ফরিদুল আলমের নেতৃত্বে ২৫/৩০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সালামত উল্লাহ ও মিনু আরা'র পরিবারের উপর এই হামলা চালানো হয়েছে।

হামলাকারীরা হলেন, দক্ষিণ মিঠাছড়ির রফিকুল ইসলামের ছেলে রাফায়েত মোহাম্মদ প্রকাশ আয়াত,এনায়েত আলীর ছেলে আলী আকবর,ফরিদুল আলম সহ অজ্ঞাত আরো ২৫/৩০ জন।

এবিষয়ে সালামত উল্লাহ বলেন,আমার ক্রয়সূত্রে মালিকানাধীন জায়গা বাড়ি নির্মাণ করেছিলাম।এসময় রাফায়েত মোহাম্মদ প্রকাশ আয়াত ও আলী আকবর আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে, আমি দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে রাফায়েত মোহাম্মদ ও আলী আকবর ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার পরিবারের উপর হামলা করে।হামলায় আমার পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হয়েছে।এসময় তারা নগদ ৩০ হাজার টাকা ও ১ ভরি ওজনের স্বর্ণ লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী মিনু আরা বলেন,হামলাকারীরা আমার কাছ থেকে চাঁদা দাবি করেছিল, আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার জমি দখলে নিতে ভাড়াটে সন্ত্রাসী এনে আমার পরিবারের উপর হামলা করে ৩ জনকে গুরুতর আহত করে ও বাড়িঘর ভাংচুর সহ লুটপাট করে। পরে ৯৯৯ এ কল দিলে রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে ও আহতদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। 

এবিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপার সহ রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা'র হস্তক্ষেপ কামনা করেছেন এবং  হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

   


পাঠকের মন্তব্য