কিশোরগঞ্জে শ্রদ্ধাভরে সৈয়দ আশরাফকে স্মরণ

কিশোরগঞ্জে শ্রদ্ধাভরে সৈয়দ আশরাফকে স্মরণ

কিশোরগঞ্জে শ্রদ্ধাভরে সৈয়দ আশরাফকে স্মরণ

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে কিশোরগঞ্জে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে প্রয়াত এই নেতাকে। 

৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে জেলা আওয়ামী লীগ, কিশোরগঞ্জ পৌরসভা, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম এ দেশের রাজনীতিতে একজন স্বচ্ছ রাজনীতির প্রবর্তক। একজন স্বচ্ছ মানুষ হিসেবে শেখ হাসিনার পাশে থেকে মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করেছেন। তিনি শুধু আওয়ামী লীগ নয়, দেশের সব দলের কাছে একজন আর্দশ হিসেবে ছিলেন। তিনি বেঁচে থাকলে মানুষের কল্যাণে আরও কাজ করতে পারতেন। সৈয়দ আশরাফুল ইসলামকে হারিয়ে কিশোরগঞ্জবাসী মর্মাহত।এছাড়া আলোচনা সভা, বিভিন্ন মসজিদে কোরআন খতমসহ নানান কর্মসুচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে।

   


পাঠকের মন্তব্য