সাম্প্রদায়িক কোন গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়বে না আ'লীগ

 তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিএনপির আন্দোলন নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনি করছে। তাদের সমাবেশ দেখে এটিই প্রতীয়মান হয়- জনগণ তো দূরের কথা, বিএনপির কর্মীরাও সবাই সেখানে অংশগ্রহণ করেনি। একইসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে সাম্প্রদায়ীক কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়বে না আওয়ামী লীগ।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াত ও হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হচ্ছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রশ্ন করা অবান্তর। আওয়ামী লীগ বাংলাদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এ লক্ষ্যে দেশ বিনির্মাণের কাজ চলছে। সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়বে না আওয়ামী লীগ।

পরে তথ্যমন্ত্রী রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন। 

   


পাঠকের মন্তব্য