লক্ষীপুরে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

লক্ষীপুরে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

লক্ষীপুরে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

কিছু মানবতা মানবের মনের আকাশে ঘুরে বেড়ায়। সে আকাশে কেউ আলো দেয় আর কেউবা আলো নেয়। তবে সবকিছুর উর্ধে মানবতা।

শীত ঝেঁকে বসছে বেশ কিছুদিন যাবত।নিন্ম মধ্যবিত্ত যারা আছে তাদের দিন কাটছে বেশ কষ্টে। প্রকৃতির এই নিদারুণ অসহযোগিতায় নিঃস্ব মানুষের দুর্দশার শেষ নেই।সে সকল লোকজনের প্রয়োজন একটু সহায়তা, একটু সহযোগিতা। সে সহযোগিতা ফেলে তারা যেমন কৃতজ্ঞচিত্তে দোয়া করে তেমনি দানকারী ব্যক্তির মনেও আসে প্রশান্তি।

এমনি এক মানবতার কাজ করেছে লক্ষীপুরের প্রশাসন। গতরাতে নিজে বেদে পল্লীতে অসহায় আর শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছেন শীতের পোশাক। গভীর রাতে সরেজমিনে উপস্থিত থেকে অসহায়, গরীব ও ভেদে পল্লীতে শীতার্ত বস্ত্রহীনদের মাঝে বস্ত্র তুলে দেন লক্ষীপুর জেলা পুলিশ সুপার ও সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লক্ষ্মীপুর মহোদয়।

অদ্য ১৬ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ গভীর রাতে লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন শহরের বিভিন্ন এলাকার অসহায়, গরীব ও ভেদে পল্লীতে শীতার্ত বস্ত্রহীনদের শীতবস্ত্র বিতরণ করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর এর সভানেত্রী সেলিনা মাহফুজ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ডিআইও-১ জনাব একেএম আজিজুর রহমান মিয়া, টিআই (প্রশাসন) জনাব প্রবীর কুমার দাস, অফিসার ইনচার্জ, লক্ষ্মীপুর মডেল থানা জনাব মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

   


পাঠকের মন্তব্য